ভারতীয় টুরিস্ট/মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র এক নজরে দেখে নি কাজে আসবে?
ভারতীয় টুরিস্ট/মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র এক
নজরে দেখে নি কাজে আসবে?
⌘ আপনি যদি ভারতীয় ভিসা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ভারতীয় অনলনাইন ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার আগে মনে রাখবেন প্রয়োজনীয় এই নথি পত্রগুলী অবশ্যই আপনার কাছে উপস্থিত রাখবেন। আপনার আবেদনের ফর্মটি নির্ভুলভাবে পুরন করুণ প্রয়োজনে বারবার চেক করুণ ভুল হয়েছে কিনা। ভারতীয় বা যেকোনো দেশ ভ্রমণে পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। তাই যেকোনো দেশের ভিসা আবেদনের আগে দেখে নিবেন আপনার পাসপোর্টের মেয়াদ বা আপনি আদও পাসপোর্ট করেছেন কিনা, না করলে অতিসত্যে পাসপোর্ট করে রাখবেন। অনেকের মনে প্রশ্ন আশে যে, আমি কীভাবে আবেদনটি করতে পারি এর জন্য কি কি ডকুমেন্ট দরকার হবে। তার জন্যে আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে টিউটোরিয়ালগুলো দেখে কীভাবে অনলাইন ফর্মটি পুরন করতে হয় তা জানতে পারবেন। আর কি কি ডকুমেন্ট দরকার তা নিম্নরূপঃ-
➤ পাসপোর্ট ঠিকানাযুক্ত অংশসহ ফটোকপি(পাসপোর্টের মেয়াদ নুন্যতম ৬ মাস থাকতে হবে)।
➤ ব্যাকগ্রাউন্ট সাদা ২"x ২" সাইজ রঙিন ছবি(মহিলাদের ক্ষেত্রে অবশ্যই কান দেখা যেতে হবে)।
➤ ন্যাশনাল আইডি কার্ড বা জম্মনিবন্ধনের ফটোকপি(পাসপোর্ট যে ডকুমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে)।
➤ বর্তমান ঠিকানার বিদ্যুৎ/গ্যাস/টিএন্ডটি বিলের ফটোকপি (বিগত মাসের/আপনার নামে হওয়া বাধ্য নয়)।
➤ চাকুরীরক্ষেত্রে NOC, ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, প্রবাসী হলে ভিসা ও আইডি কার্ড, ছাত্র/ছাত্রী হলে স্কুল বা কলেজের বেতন রশিদ বা আইডি কারদের ফটোকপি।
➤ পুরাতন ভারতীয় ভিসার ফটোকপি(সর্বশেষটি) ও পুরাতন পাসপোর্টের ফটোকপি বা মুলকপি(যদি পুরাতন পাসপোর্টের নাম্বার বর্তমান পাসপোর্টে থাকে, আর নাম্বার আছে কিন্তু পুরাতন পাসপোর্টি নাই বা হারানো গেলে অবশই জিডি ও লস্ট সার্কুলেশন দিতে হবে)।
➤ ডলার এন্ডোরসমেন্ট(নুন্যতম ১৫০ ডলার) বা ব্যাংক স্টেটমেন্ট (ব্যালেন্স নুন্যতম ২০,০০০/-) পরিবারের ক্ষেত্রে ১টি স্টেটমেন্ট হলে হবে, তবে যতজন সদস্য হবে ২০,০০০/- করে গুন দিয়ে সেই পরিমান ব্যালেন্স দেখা হবে।
➤ মেডিকেল ভিসার ক্ষেত্রে উপরোক্ত ডকুমেন্টসহ প্রেসক্রিপশন ও টেস্ট রিপোর্ট ফটোকপি ও মুলকপি সাথে আনতে হবে(৬ পৃষ্ঠা)।
➤ মেডিকেল ভিসার ক্ষেত্রে উপরোক্ত ডকুমেন্টসহ প্রেসক্রিপশন ও টেস্ট রিপোর্ট ফটোকপি ও মুলকপি সাথে আনতে হবে(৬ পৃষ্ঠা)।
আবেদনপত্র ভরাট
ভিসার আবেদন অনলাইনে ফরম পুরন করতে লিঙ্কটি এ ক্লিক করুন
ভিসার আবেদন ফর্ম
১. ডিজিটাল ছবি ও একটি রঙ্গীন ছবি (উভয় ছবিই একই হতে হবে এবং তিন মাসের কম সময়ের মধ্যে তোলা হতে হবে। ভিসা আবেদনের একেবারে ডান দিকের শীর্ষে আটকানো হবে (পিনকৃত বা স্ট্যাপল করা না)।
২. দয়া করে সব বাধ্যতামূলক কলাম সতর্কতার সাথে পূরন করুন। ভুল তথ্য ভিসা আবেদনেকে সরাসরি প্রত্যাখ্যানের দিকে নিয়ে যাবে।
৩. ভবিষ্যৎ রেফারেন্সের জন্য দয়া করে ওয়েব ফাইল নম্বর নোট করে রাখুন।
৪. ভিসা আবেদনের একেবারে ডান দিকের শীর্ষে অঙ্কিত বক্সে ও ভিসা আবেদনের শেষের পাতায় স্বাক্ষর করুন।
৫. আপনার আইপি এড্রেস লগ করা থাকবে। দয়া করে কল্পিত/ বানোয়াট এন্ট্রি দিবেন না।
৬. বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি:
(ক) * চিহ্নিত কলাম পূরণ বাধ্যতামূলক।
(খ) কলাম-এ-ব্যক্তিগত বিবরণ: নাম, বংশগত নাম এবং অন্যান্য বর্ণনা পাসপোর্টে উল্লেখিত বিষয়ের সাথে মিল থাকতে হবে।
(গ) কলাম-বি-পাসপোর্ট বিবরণ: পাসপোর্ট নং, ইস্যুকৃত স্থান, ইস্যুকৃত তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ যেমনটি আপনার বিদ্যমান বৈধ পাসপোর্টে উল্লেখিত, একই হতে হবে।
(ঘ) কলাম-সি-আবেদনকারীর যোগাযোগের বিবরণ: বর্তমান ঠিকানা হিসাবে আপনার ইউটিলিটি বিলে যা উল্লেখিত, তার সাথে মিল রেখে হতে হবে। ই-মেইল আইডি ও মোবাইল সঠিক হতে হবে।
(ঙ) কলাম-ডি-পারিবারিক বিবরণ: খালি রাখা উচিৎ নয়। পূর্ববর্তী জাতীয়তা উল্লেখ করা বাধ্যতামূলক।
(চ) কলাম-ই-ভিসা অনুসন্ধান বিবরণ: আবশ্যিক
(ছ) কলাম-এফ-পূর্ববর্তী ভ্রমণ: খালি রাখা উচিৎ নয় (পূর্ববর্তী ভিসার নম্বর এবং ইস্যুর তারিখ উল্লেখযোগ্য)।
(জ) কলাম-আই-দু’জন রেফারেন্সের বিবরণ: দয়া করে আসল যোগাযোগের বিবরণ প্রদান করুন।
নোটঃ
🦲আপনি কি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশান করতে চান?
🦲আপনি কি নতুন পাসপোর্ট করতে চান?
🦲আপনি কি পাসপোর্ট রি-ইস্যু করতে চান?
🦲আপনি কি ভারতীয় ভিসা আবেদন করতে সক্ষম হচ্ছেন না?
🦲আপনি কি যেকোনো দেশের ভিসা প্রসেসিং করতে চান?
🦲আপনি কি কম দামে বিমান টিকেট করতে চান?
🦲🦲🦲🦲🦲🦲তাহলে এখানে ক্লিক করুণ তারপর আপনার ট্র্যাভেল আয়েশ করুণ🦲🦲🦲🦲🦲🦲🦲🦲🦲আবেদনের জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ-
01819-595469 01977-595469 031-2523461
E-mail:- themeahinternational@gmail.com |
How to Buy ?
Visit Our Head Office or call to buy the Visa Applycation from Chittagong, Bangladesh.
No comments