Header Ads

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার জিতল বাংলাদেশি ছাত্র

 ৪১তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতা  
শিহাব উল্লাহর হাতে পুরস্কার তুলে দেন মক্কার মেয়র খালিদ বিন ফয়সাল। ছবি: সংগৃহীত
শিহাব উল্লাহ ঢাকার যাত্রাবাড়ির তাহফিজুল কোরআন আয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লা
কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ।
কাবা শরিফ মসজিদের নতুন ভবনে আয়োজিত ৪১তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (প্রথম ১৫ পারা) বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।
পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা তার হাতে তুলে দেন মক্কার মেয়র খালিদ বিন ফয়সাল।
শিহাব উল্লাহ ঢাকার যাত্রাবাড়ির তাহফিজুল কোরআন আয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লা।
১০৩টি দেশের ১৪৬ জন হাফেজ সৌদি আরবে অনুষ্ঠেয় এই কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে বিভিন্ন শ্রেণিতে শ্রেষ্ঠ ১২ জন হাফেজ পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া। তিনিও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আল শেখ, মক্কার হারাম শরিফের সিনিয়র ইমাম ড. শেখ আব্দুর রহমান আল সুদাইস উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে বাংলাদেশও এরকম কোরআন তেলোয়াত প্রতিযোগিতার আয়োজন করবে।

No comments

Theme images by Sookhee Lee. Powered by Blogger.